সংবাদ কি? দুটি সংজ্ঞা লিখুন?


সংবাদ অর্থঃ- সমাচার, খবরাখবর, বর্ণনা, কথোপকথন,
সংবাদ শব্দটির ইংরেজী প্রতি শব্দ “NEWS” একটি বচনহীন বা বচনোত্তীর্ণ প্রত্যয়  বাংলায় শব্দটি বিশ্লেষণ করলে দাড়ায় সম+বাদ= সংবাদ 'সম' অর্থ সমসাময়িক বা সাম্প্রতিক; আর 'বাদ' এর অর্থ হলো বার্তা, উক্তি, কথপন, ভাষণ ইত্যাদি; অর্থাৎ, 'সংবাদ' বলতে সাম্প্রতিক বা সমসাময়িক বার্তা বা তথ্য পরিবেশনাকে বোঝায়
সংবাদ বলতে মুদ্রণজগৎ, সম্প্রচার কেন্দ্র, ইন্টারনেট অথবা তৃতীয় পক্ষের মুখপাত্র কিংবা গণমাধ্যমে উপস্থাপিত বর্তমান ঘটনাপ্রবাহের একগুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টি যা যোগাযোগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে

সংবাদ হচ্ছে সমসাময়িক ঘটনা সম্পর্কিত তথ্য। বিভিন্ন গণমাধ্যমের (media) মাধ্যমে: মানুষের মুখে মুখে (word of mouth), ছাপা প্রক্রিয়া (postal systems), পোস্ট করার মাধ্যমে (postal systems), বেতার টিভি সম্প্রচার(broadcasting), দূর যোগাযোগ (electronic communication) বা কোন ঘটনার প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য দ্বারা সংবাদ সরকরাহ করা হয়

আবার সংবাদ এর ইংরেজী প্রতিশব্দ  শব্দটি “NEWS” বচনহীন বা বচনোত্তীর্ন প্রত্যয় হলেও কারো কারো যুক্তিতে, NEW- এর বহুবচন হিসাবে ধরলে সংবাদ হল একাধিক মাত্রার নতুন কোন কিছু; অথাৎ, “News is Variety of newness”

একটি সূত্র দাবী করছে যে, চতুর্দশ শতাব্দীতে নিউ শব্দের বহুবচন হিসেবে নিউজ বা সংবাদ শব্দটি বিশেষভাবে ব্যবহার করা হতো মধ্যযুগীয় ইংরেজী হিসেবে নিউজ শব্দটির সমার্থক ছিল নিউইজ (newes), ফরাসী শব্দ নোভেলেজ (nouvelles) এবং জার্মান শব্দ নিউয়েজ (neues)

লোকমুখে 'নিউজ' শব্দটিকে বিশ্লেষণ করা হয়N (নর্থ) উত্তরE (ঈষ্ট) পূর্বW (ওয়েস্ট) পশ্চিশ এবং S (সাউথ)দক্ষিনআথাৎ আমাদের চারপাশে বিশেষ যে সকল ঘটনা ঘটে তাই সংবাদ।
লেখকঃ আবু নাবা

তথ্যসূত্র :

সংবাদ সাংবাদিকতা ও সাংবাদিক – অলিউর রহমান
উইকিপিডিয়া ও অন্যান্য

No comments

Featured Post

এক্সপোজার (Exposure) কি?

এক্সপোজার (Exposure) আমরা জেনেছি ক্যামেরার ফিল্ম   বা   সেন্সর যখন আলোতে exposed হয় , অর্থাৎ আলোর সংস্পর্শে আসে তখন ফিল্ম / সে...

Powered by Blogger.