সাংবাদিকের গুণাবলী । The Qualities of a Journalist

সাংবাদিকের  গুণাবলীThe Qualities of a Journalist

ভালো সংবাদ লিখতে পারলে ভালো সাংবাদিক হওয়া যায় না। কেননা, সাংবাদিকতার জন্য শুধুমাত্র সংবাদ লেখাই একমাত্র কাজ না বরং সে সংবাদের জন্য প্রয়োজন হয় আরো অনেক কিছুর। আর তা সঠিকভাবে সম্ভব হয় কিছু গুণের মাধ্যমে। অর্থাৎ আমরা বলতে পারি, একজন সাংবাদিককে কিছু গুণাবলী অর্জন করতে হয়।

দ্য টাইমস এর সম্পাদক উইকহ্যামস্টিডের ভাষায়, একজন আদর্শ সাংবাদিক হচ্ছেন তিনি, যিনি আত্মীকরণ করে নিপুণতা অর্জন করেছেন প্রাচীনের প্রাজ্ঞতা, অধিকতর আধুনিক দর্শণ, বৈজ্ঞানিকের জ্ঞান, প্রকৌশলীর যন্ত্রবিদ্যা, তার নিজের অন্যান্য সময়ের ইতিহাস, অর্থনীতির মূল শর্তাবলী, সামাজিক-রাজনৈতিক জীবন, চিন্তা ভাবনা আত্ম উপলব্ধি এবং চাহিদা অনুযায়ী তার সরবরাহ আর লক্ষ লক্ষ পাঠকের ইচ্ছা পূরনার্থে নীতিগতভাবে সেগুলোকে জ্ঞাত করা।

একজন সাংবাদিকের সবচেয়েবড়গুণবস্তুনিষ্টতাবজায়রেখেসংবাদপ্রকাশকরা।এছাড়াওএকজনআদর্শসাংবাদিকেরজন্যতাইআমরাকিছুগুণাবলীনির্দিষ্টকরতেপারি।

সাংবাদিকের গুণ

এগুলো হল :

. সাংবাদিকের প্রাতিষ্ঠানিক পেশাগত শিক্ষা এবং প্রশিক্ষণ থাকবে।

. সাংবাদিকের মাঝে অবশ্যই পেশাদারিত্বের মনোভাব থাকতে হবে।

. অসাধারণ প্রজ্ঞা বুদ্ধিমত্তার অধিকারী হবেন।

. কোন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ কৌশল থাকতে হবে।

. যেকোন বিষয়কে বাস্তবতার নিরিখে চিন্তা করার যোগ্যতা মনোভাব থাকতে হবে।

. সব শ্রেণী পেশার মানুষের সাথে মেশার দক্ষতা থাকতে হবে।

. সংবাদ চেতনা সংবাদমূল্য সম্পর্কে ধারণা থাকতে হবে।

. মানষিকভাবে আত্মবিশ্বাসী ধৈর্য্যশীল হতে হবে।

. উদ্যমতার সাথে কাজ করার মনোভাব রাখতে হবে।

১০. উদ্ভাবনী সৃজনশীল মন থাকতে হবে।

১১. অধ্যবসায়ী হতে হবে।

১২. ব্যক্তির কল্পনাশক্তি প্রখর হতে হবে।

১৩. তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী হতে হবে।

১৪. সহানুভূতিশীল মনোভাব থাকতে হবে।

১৫. সুশৃঙ্খল বিশ্লেষক মনের অধিকারী হতে হবে।

১৬. আদর্শ সাংবাদিককে স্বনির্ভর সংবেদনশীল স্বভাবের হতে হবে।

১৭. কাজের ক্ষিপ্রতা থাকতে হবে।

১৮. লেগে থাকার মনোভাব থাকতে হবে।

১৯. তথ্য প্রযুক্তি জ্ঞান থাকতে হবে।

২০. ব্যাক্তির চরিত্রে সততা, বিশ্বাসযোগ্যতা, মার্জিত রুচি সম্মোহনী ব্যক্তিত্ববোধের পূর্ণ রুপ ফুটে উঠবে।

পরিশেষে বলা যায়, একজন আদর্শ সাংবাদিক হবেন উদার ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী। সঠিক সংবাদ জ্ঞানের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্যবোধ সম্পন্ন।

No comments

Featured Post

এক্সপোজার (Exposure) কি?

এক্সপোজার (Exposure) আমরা জেনেছি ক্যামেরার ফিল্ম   বা   সেন্সর যখন আলোতে exposed হয় , অর্থাৎ আলোর সংস্পর্শে আসে তখন ফিল্ম / সে...

Powered by Blogger.