আন্তব্য‌ক্তিক দ্বন্দ্ব কী | আন্তব্য‌ক্তিক সম্পর্কে কেন দ্বন্দ্ব সংগঠিত হয়

আন্তব্যক্তিক দ্বন্দ্ব

মানুষের জীবন তিবাহিত হয় সম্পর্কের মধ্য দিয়ে, বন্ধনের ধ্যে দিয়ে। আমরা যখন বন্ধনের ধ্যে থাকি তার এক পর্যায়ে সে দ্বন্দ্ব (Conflict) সম্পর্ক থাকলে দ্বন্দ্ব বে। দ্বন্দ্ব না থাকাই অস্বাভাবিক। যে কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব তে পারে। তে পারে মত বিরোধিতা নিয়ে, তের পার্থক্য নিয়ে।

সম্পর্কের ধ্যে দি দ্বন্দ্ব না থাকে বুঝতে বে সেখানে কোন সম্পর্কই নেই।

যোগাযোগবিদ Joseph A DeVito দ্বন্দ্ব সম্পর্কে লেছেন- Conflict is a part of every interpersonal relationship between parents and children, brothers and sisters, friends, lovers and co- workers. If it is not then the relationship is probably dull, irrelevant or insignificant. Conflict is inevitable in any meaningful relationship.

Rudolph p Vender তার Communication গ্রন্হে লেছেন-

Conflict is the clash of opposing attitudes, ideas, behaviours, goals and needs.

যোগাযোগবিদ T.K. Gamble and M. Gangle তাদের Communication Works গ্রন্হে লেছেন

conflict is the clash of opposing beliefs, opinions, values, needs, assumptions and goods.

উপরিউক্ত লোচনা থেকে আমরা বলতে পারি, দ্বন্দ্ব হল দুই জন ব্যক্তির আচার- ব্যবহার, ধারণা, লক্ষ্য, দ্দেশ্য বা যে কোন বিষয়ে মতবিরোধ

আন্তব্যক্তিক সম্পর্কে কেন দ্বন্দ্ব সংগঠিত হয়?

আন্তঃব্যক্তিক সম্পর্কে যেসব কারণে দ্বন্দ্ব য়ে থাকে তা লো:

১। Goals to be pursued
যেসব লক্ষ্য বা দ্দেশ্য নিয়ে আন্তঃব্যক্তিক সম্পর্ক ড়ে ঠে তার ধ্যে দি মতবিরোধ হয়। অর্থাৎ দুই নের ধ্যে দি লক্ষ্য অর্জনের ভিন্নতা থাকে তাহলে আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব সৃষ্টি হয়।

২। Allocation of resources such as money or time
ব্যক্তিগত সম্পদের সুষম বন্টন না লেও আন্তঃব্যক্তিক সম্পর্কগুলোর ধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

৩। Decisions to be made
আন্তঃব্যক্তিক সম্পর্কিত কোন ব্যক্তির দ্দেশ্য যেহেতু ভিন্ন হয় তাদের সিদ্ধান্ত গ্রহণে ভিন্ন মত থাকতেই পারে।

৪। Behaviors that are considered appropriate or desirable by one person, are inappropriate or undesirable by the other
একজনের সাথে রেকজনের আচরণের দি পার্থক্য থাকে। একজন দি রেকজনের আচরণ যথার্থ মনে না রে বা অপছন্দ রে তাহলে দ্বন্দ্ব বেই।

এছাড়া আরও যেসব কারণে দ্বন্দ্ব তে পারে:
১। র্থিক অসমতা থাকলে
২। শিক্ষাগত পার্থক্য থাকলে
৩। সংস্কৃতিগত পার্থক্য থাকলে
৪। ভুল বুঝাবুঝির সৃষ্টি লে
৫। হিষ্ণুতা হ্রাস পেলে
৬। ভোগলিক পার্থক্য থাকলে

No comments

Featured Post

এক্সপোজার (Exposure) কি?

এক্সপোজার (Exposure) আমরা জেনেছি ক্যামেরার ফিল্ম   বা   সেন্সর যখন আলোতে exposed হয় , অর্থাৎ আলোর সংস্পর্শে আসে তখন ফিল্ম / সে...

Powered by Blogger.