অ্যাপারচার (Aperture) কি?


APERTURE কি ?

মানে হল এপাচ্যার হল একটা  বৃত্ত যা দিয়ে আলো এসে ক্যামেরার সেন্সর পড়ে।   এই বৃত্ত যত বড় হবে আলো বেশী  হবে আবার যত  ছোট হবে আলো কমবে।

এবার  মান ক্যামেরায় এপাচার যত বাড়বে ছিদ্র তত ছোট হবে।  যেমন   F/22  মানে  দিনের বেলাতেও অন্ধকার এর ফিল এর ছবি।  আবার  F/2.8 রাতে ঘরের মধ্যে কম আলো তেও  সুন্দর আলো ময় ছবি।    এই   বড় ছোট  এর মাঝে একটা প্যাচ মেরে দিল  কম্পানি।  একটা কথা দিয়ে।  এ্ কথাটা এখনো আমার মাথায় ঢুকে না  আওলাইয়া যায়   কথাটা  মাথায়  ঢুকাইবেন না,  তাইলে  প্যাচ খেয়ে যাবে।      কথাটা হল ,  এই বড় ছোটটর ব্যাপার টা  যখন মান দিয়ে বোঝানো হয় তখন তা উল্টা ভাবে  বলা হয় যেমন ,  আপনাকে যদি বলি ,  এপাচার টা আকটু বড় কর কি করবেন আপনি ??   মান বাড়িয়ে দিবেন ??  F/2.8 থেকে F/8 বানাবেন ???    আমার মত গাধা  এই টাই করবে।  আমি করতাম।  তবে  এখানে আপনাকে এপাচার বড় করতে মান কমাতে হবে।  কারন মান কমালেই  ছিদ্র বড় হবে।       দূর এত্ত  ক্যাচালে যাওয়ার কি দরকার। সিম্পল বললেইহইতো , আলো যখন  তোমার বেশী লাগবে তখন এপাচার এর মান কমাবা , মানে F/8 থাকলে  তা যত টুকু কমানো যায়  যেমন  F/1.8    এবার  আপনি অনেক বেশী আলো পাবেন।  আর যেখানে আপনার  আলো অনেক বেশী সেখানে  আলো কামাবেন।  তাই  আলো যেই দিক দিয়ে আসে মানে   এপাচার এর ছিদ্র টা  ছোট করবেন।    এপাচার  যত বাড়ালে  আপনার কাজ হবে  বাড়াবেন।   2.8 আলো বেশী  হলে  8 /11/16/22   যত  টুকু  দরকার বাড়ান।  শেষ   এই সহজ বিষয় টাই মাথায় ঢুকতে বছর লেগে গিয়েছিল।

aperture / ISO ? Shutter Speed    এই  গুলা কিন্তু প্রত্যেকটাই   টা করে কাজ করে।   তো এপাচার তো আলো দিল  ,  আর একটা কি কাজ দেয় ??

মাম্মা  ,  বর্তমানে পোলাপাইন যেই  জিনিস টা নিয়া বেশী আগ্রহ সেই টাই মাম্মা  এই খানে আছে।  ঘুলা ছবি  এই টাই ঘুলা  বানায়।  ( আউট অফ ফোকাস করেও  সব কিছু  ঘুলা বানানো যায়  :3 )    এপাচার  এর ফুটা যত বড় , ঘুলা তত বেশী।   আর ফুটা যত ছোট  ঘুলা কম

F/1.8  দিলে  এপাচার কি হইলো ??  ছিদ্র বড় হইলো  না ??   ছিদ্র বড় হইলে  কইছিলাম না  ঘুলা বেশী হইবো , দেখেন উপরের ছবি।  আর ছিদ্র ছোট হউলো ঘুলা কম   F/5.6   এইটারে আরো বাড়াইলে  ঘুলা আরো কমবো।

ঘুলা কেন করবেন এই টা তো  আমার থেউক্কা ভাল  জানেন।  ঘুলা কম কেন লাগবো   টার কারন বলি। মনে করেন ,  প্রকৃতির ছবি তুলবেন  তো আপনি যদি  F/2.8   ঘুলা মডে  রেখে ছবি টা তুলেন , ছবি  ঠিক উঠবে ,  তবে জুম করে  দেখবেন ছবি ঘুলা  কারন   ছবিতে সবথেকে  কাছে যেই জিনিস  ঐটারে ফোকাস কইরা বাকি সব ঘুলা কইরা দিছে এই  2.8  এ।    পাহাড় ফোকাস করলে  দেখবেন আকাশ ঘুলা  আর আকাশ  ফোকাস করলে  পাহাড় ঘুলা।   তো ?  এখন কি করবেন ??  কি আর ঘুলা মুড থেইক্কা  ঘুলা কম মুড  যাইবেন গা    মানে  F/8  – F/11  এই গুলা সিলেক্ট করবেন।     এবার আকাশ পাহাড় সব   Clear

No comments

Featured Post

এক্সপোজার (Exposure) কি?

এক্সপোজার (Exposure) আমরা জেনেছি ক্যামেরার ফিল্ম   বা   সেন্সর যখন আলোতে exposed হয় , অর্থাৎ আলোর সংস্পর্শে আসে তখন ফিল্ম / সে...

Powered by Blogger.