শাটার স্পিড (shutter speed) কি?

শাটার স্পিড (shutter speed) কি?

শাটার স্পিড নিয়ে কথা বলার আগে প্রথমে জানা যাক ক্যামেরার শাটার জিনিসটা কী।
ক্যামেরার সেন্সরের সামনে একটা পর্দা থাকে। সত্যি বলতে পর্দা আসলে একটা থাকে না, থাকে এক জোড়া। ক্যামেরার ওপরে যে বাটনে চাপ দিয়ে আমরা ছবি তুলি সেটাকে বলা হয় শাটার বাটন। এই শাটার বাটনে চাপ দিলে প্রথম পর্দা পড়ে এবং সেন্সর/ফিল্ম আলোতে এক্সপোজড হয়। এর পরপরই ওপর থেকে দ্বিতীয় পর্দা নেমে এসে সেন্সরে আলো প্রবেশ বন্ধ করে দেয়, ফলে এক্সপোজারের সমাপ্তি ঘটে।  এই দুই পর্দা পড়ার মধ্যবর্তী সময়কালটিই হলো এক্সপোজারের সময়কাল বা শাটার স্পিড।

শাটার স্পিড মাপা হয় সেকেন্ডের এককে। কোনো ছবির শাটার স্পিড 1/200 বলতে বোঝায় ছবিটা তোলার সময় ক্যামেরার সেন্সর  সেকেন্ডের ২০০ ভাগের একভাগ সময় আলোতে এক্সপোজড হইসে। একইভাবে শাটার স্পিড 15 মানে ছবি তোলার সময় ক্যামেরার শাটার ১৫সেকেন্ড ধরে খুলে বসে ছিল।

ক্যামেরায় সাধারণত শাটার স্পিডের যেসব মান পাওয়া যায় সেগুলো এরকমঃ

1/8000 s
1/4000 s
1/2000 s
1/1000 s
1/500 s
1/250 s
1/125 s
1/60 s
1/30 s
1/15 s
1/8 s
1/4 s
1/2 s
1 s
2 s
4 s
8 s
15 s
30 s
B
B 
দিয়ে বোঝায় বাল্ব মোড। এই মোডে শাটার বাটন যতক্ষণ চেপে রাখা হয় ততক্ষণ শাটার খোলা থাকে। ]

 

[সাইড নোটঃ শাটার স্পিড স্লো করার সুবিধা হল যেহেতু এতে দীর্ঘসময় ধরে সেন্সর আলোর সংস্পর্শে থাকে সেহেতু অন্ধকারেও ছবিকে ভালভাবে এক্সপোজ করা যায়। কিন্তু শাটার স্পিড বেশি স্লো হয়ে গেলে ছবি তোলার সময় ফটোগ্রাফারের হাত কেঁপে ছবিতে motion blur চলে আসার সম্ভাবনা বেড়ে যায়। এসব ক্ষেত্রে একটা সম্ভাব্য সমাধান হতে পারে শাটার স্পিডকে যতটা সম্ভব স্লো করা এবং এরপর এপারচার বড় করে অথবা ISO বাড়িয়ে ছবিকে পরিপূর্ণভাবে এক্সপোজ করা। আবার ট্রাইপড ব্যবহার করেও সহজেই ২০-৩০ সেকেন্ড বা তারও বেশি শাটার স্পিডে ছবি তোলা সম্ভব।]

শাটার স্পিডকে বিভিন্নভাবে ব্যাবহার করে ফটোগ্রাফিতে অনেক ক্রিয়েটিভ কাজকর্ম করা যায়। অনেক ফাস্ট (fast) শাটারে ছবি তুলে যেমন খুব ক্ষণস্থায়ী একটা মুহূর্তকে ক্যামেরায় বন্দি করে ফেলা যায়, আবার স্লো (slow) শাটার ব্যবহার করে panning, light trail এর মত কাজ করা যায় যেখানে সাবজেক্টের motion টা ফুটে ওঠে।

নিচে কিছু স্যাম্পল ছবি দিয়ে দিলাম, যেগুলো দেখে শাটার স্পিড ব্যবহার করে কী কী করা যায় তার একটা ধারনা পাওয়া যাবে।


No comments

Featured Post

এক্সপোজার (Exposure) কি?

এক্সপোজার (Exposure) আমরা জেনেছি ক্যামেরার ফিল্ম   বা   সেন্সর যখন আলোতে exposed হয় , অর্থাৎ আলোর সংস্পর্শে আসে তখন ফিল্ম / সে...

Powered by Blogger.